Bangla Press সম্পূর্ণ ফ্রী একটি ব্লগার টেম্পলেট । বাঙালির তৈরি থিম সবাই দেখবেন !!

আসসালামু অলাইকুম , আজকে আমি আপনাদের জন্য নিয়ে এলাম অসাধারন একটি ব্লগার টেম্পলেট আশাকরি আপনাদের সবার খুব পছন্দ হবে । এই থিম গুল আমাদেরি একজন বাঙালি ভাই তৈরি করছেন নাম টা বলার দরকার আছে কি এর আগেও তার বেশ কয়েকটি থিম আমি আপনাদের সাথে শেয়ার করেছি যাই হোক তার নাম Mohammad Fazle Rabbi এবার হয়ত বুঝেগেছেন । যাই হোক এটা সম্পূর্ণ Responsive  ডিজাইন সঙ্গে অনেক সুন্দর সুন্দর ফিচার আছে আর সব থেকে মজার বিষয় এই থিমটি এডিট করতে আপনার কোন সমস্যা হবে কেন হবে না সেটা একটু পরেই জানতে পারবেন তাহলে নিচে থেকে আজকের এই Bangla Press টেম্পলেট টি ডাউনলোড করে নিন ।

পাভেল ডুরভ: রাশিয়ার মার্ক জাকারবার্গ

আজ থেকে এক যুগের কিছু সময় আগের কথা। যুক্তরাষ্ট্রে পড়াশোনা করা এক বন্ধুর কাছে নতুন একটি বিষয় সম্পর্কে জানতে পারলেন রাশিয়ার সেন্ট পিটার্সবার্গের এক তরুণ। নতুন বিষয়টি ছিল সামাজিক যোগাযোগ মাধ্যম ‘ফেসবুক’। তখন ফেসবুক কেবল যাত্রা শুরু করেছে। কিন্তু অল্প কিছুদিনেই যুক্তরাষ্ট্রে দারুণ জনপ্রিয়তা অর্জন করে। নতুন এই ধারণাটি খুবই পছন্দ হয় সেই তরুণের। ঠিক করলেন রাশিয়ার জন্য এমন একটি সামাজিক যোগাযোগ মাধ্যম তৈরি করবেন, যা ফেসবুককে টেক্কা দেবে!
তিনি শুধু ভাবনাতেই বসে থাকেননি। বড় ভাইয়ের সাথে এটি নিয়ে কাজও শুরু করে দিলেন। একসময় তৈরিও করে ফেললেন রাশিয়ানদের জন্য একটি সামাজিক যোগাযোগ মাধ্যম। নাম দিলেন ‘ভিকন্টাক্টে’, যা ভিকে নামেই বেশি পরিচিত। ভিকে আসার অল্প দিনের মধ্যেই রাশিয়ানদের মাঝে এটি তুমুল জনপ্রিয়তা অর্জন করে। বর্তমানে এর ব্যবহারকারীর সংখ্যা ৪৬০ মিলিয়নেরও বেশি। ফেসবুক, টুইটার বা ইন্সটাগ্রামের মতো বিশ্বব্যাপী পরিচিতি না থাকলেও ইউরোপে, বিশেষ করে রাশিয়ায় এটি দারুণ জনপ্রিয় একটি মাধ্যম।
সেদিনের সেই সফল রাশিয়ান তরুণের নাম পাভেল ডুরভ, যিনি রাশিয়ার মার্ক জাকারবার্গ নামে পরিচিত। তবে মার্ক জাকারবার্গের তুলনায় তার জীবন অনেক বৈচিত্র্যময়। তার নিজের হাতে গড়া ভিকন্টাক্টে থেকে তাকে বের করে দেয়া হয়। শুধু কোম্পানি থেকেই নয়, দেশ ছেড়ে পালাতেও বাধ্য হন তিনি!